বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন

বরিশালে ‘নিপাহ ভাইরাসে’ প্রাণ গেলো পুলিশ সদস্যের

বরিশালে ‘নিপাহ ভাইরাসে’ প্রাণ গেলো পুলিশ সদস্যের

বরিশালে ‘নিপাহ ভাইরাসে’ প্রাণ গেলো পুলিশ সদস্যের
বরিশালে ‘নিপাহ ভাইরাসে’ প্রাণ গেলো পুলিশ সদস্যের

বরিশাল :

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের আইসোলেশনে মো. পলাশ (২২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর গ্রামের বাড়ি মাগুরায় তার লাশ নিয়ে যান স্বজনরা। মো. পলাশ পিরোজপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মাগুরার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে তিনি। ২০১৮ সালে পুলিশে যোগদানের পর থেকে পিরোজপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এজেডএম ইমরুল কায়েস বলেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ায় শনিবার (১১ ফেব্রুয়ারি) পলাশকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন বিকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাতে মেডিসিন ওয়ার্ডের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে আইসোলেশনে রাখা হয়। রবিবার দুপুরে তার মৃত্যু হয়।’ তিনি আরও বলেন, ‘পলাশের জ্বর, খিঁচুনি ও শ্বাসকষ্ট ছিল। সর্বশেষ ব্রেইনে ইনফেকশন হয়ে মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। এজন্য রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসতে ২৪ ঘণ্টা লাগবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ হাসপাতালে পলাশের সঙ্গে থাকা শ্যালক ফিরোজ আলম বলেন, ‘অসুস্থ হওয়ার দেড় মাস আগে খেজুরের কাঁচা রস পান করেন পলাশ। শনিবার জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। রবিবার তার মৃত্যু হয়েছে।’ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘পলাশ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD