শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

বরিশালে শিক্ষক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বরিশালে শিক্ষক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বরিশালে শিক্ষক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বরিশালে শিক্ষক সমাজের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শামীম আহমেদ :

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে বরিশাল শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার আয়োজনে একবিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক নেতৃবৃন্দ। আজ সোমবার দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপি নগরীর প্রান কেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ। শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরন হালদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আঞ্চলিক শাখা আবুল কালাম আজাদ,আসাদুল হক আসাদ,উজ্জল কুমার মন্ডল,রফিকুল ইসলাম,হেলাল উদ্দিন বিশ্বাস,আলতাফুর রহমান,এইচ. এম ইলিয়াস হোসেন,মোঃ কবির হোসেন ও রুহুল আমিন প্রমুখ। এসময় বক্তরা বলেন, শিক্ষকদের জাতীয়করন না করা পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার স্মাট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ার কর্মসূচি কোনদিনই সফল হবে না। এসময় তারা আরো বলেন আগামী বাজেটে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করনের একদফা দাবী মেনে নেওয়ার আহবান জানান। একই সময় আগামী ২০ই মার্চ ঢাকার মহা সমাবেশ সফল করার পূর্বে ১৪ই মার্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুই ঘন্টা কর্মবিরতি পালন করা সহ ছাত্র,শিক্ষক,অভিভাবক ও জন প্রতিনিধিদের সাথে মত বিনিময় কর্মসূচি পালন করবে। পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD