শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:১২ অপরাহ্ন

পটুয়াখালীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

পটুয়াখালীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

পটুয়াখালীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার
পটুয়াখালীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

পটুয়াখালী :

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বুড়াগৌরাঙ্গ নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার সকালে পটুয়াখালী এবং বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম অভিযান পরিচালনা করে নিখোজ বর রাব্বি এবং বরের মাতা সেলিনা আক্তার এর লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাতে এক নারীর মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম লিপি আক্তার। তিনি বরের ফুফু। এখন পর্যন্ত নিখোজ রয়েছে আরও দুইজন। তারা হলো- উত্তর রনগোপালদি এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫), ও উত্তর চর শাহজালাল এলাকার বেলাল মুন্সির মেয়ে মানসুরা(৮)। স্থানীয়রা জানিয়েছেন, রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় কয়েকদিন আগে। পরে বিয়ের অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪ থেকে ১৫ জন আত্মীয়স্বজনকে নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালোবৈশাখী ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষনিক কয়েকজনকে উদ্ধার করলেও বরসহ চারজনকে উদ্ধার করতে পারেনি। পরে রবিবার সকালে ২ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযান সম্পর্কে পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ আলম বলেন, কয়েকটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD