শনিবার, ০৩ Jun ২০২৩, ১০:২৭ অপরাহ্ন
বরিশাল:
আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে নেতাকর্মীদের টানানো শুভেচ্ছা ব্যানার ভাংচুরের অভিযোগ উঠেছে। নগরের ২৪ নং আ.লীগ ও অঙ্গ সংগঠনের দাবী আসন্ন নির্বাচনকে কুলষিত করতে একটি মহল এ কর্মকান্ডের সাথে জড়িয়েছেন। শনিবার গভীর রাতে নগরের ২৪ নং ওয়ার্ডের ধানগবেষনা রোডস্থ খেয়াঘাট ও দপদপিয়া ব্রীজের নিচে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো: আনিছুর রহমান (আনিছ শরীফ) এর পক্ষে টানানো ব্যানার ছিড়ে ফেলে দৃর্বৃত্তরা। এঘটনায় স্থানীয় কামাল নামে এক ব্যাক্তি জানান, শনিবার রাত ১ টা পর্যন্ত এই ব্যানারগুলো টানানো ছিলো কিন্তু রাতের আধাঁরে দৃর্বৃত্তরা এগুলো ছিড়ে ফেলেছে। তবে ব্যানার ছিড়ে ফেলার অপরাজনীতি চর্চ্চা আগামী দিনের রাজনীতির জন্য সুখকর নয় বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেকরা। এবিষয়ে ধানগবেষনা রোড এলাকার বাসিন্দা সালাম মিয়া দাবী করেন বিএনপিমনা ফিরোজ আহম্মেদ পরোক্ষভাবে এ ঘটনার সাথে জড়িত। স্থাণীয় আ.লীগের একাধিক নেতারা দাবী করে জানান ব্যানার ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। নয়তো এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনের উপর আসবে।