বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

বরিশালে জিএম কাদেরের মোটরসাইকেল বহর ফিরিয়ে দিল পুলিশ

বরিশালে জিএম কাদেরের মোটরসাইকেল বহর ফিরিয়ে দিল পুলিশ

বরিশাল:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বহরে থাকা মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) দুপুর আড়াইটায় নগরীর প্রবেশদ্বার গরিয়ার পার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে পৌঁছান জি এম কাদের। সেখানে বিমানবন্দর এলাকায় স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে পথসভায় অংশগ্রহণ শেষে বরিশালে যাওয়ার পথে তার গাড়ি বহর ছেড়ে দিলেও আটকে দেয় মোটরসাইকেল বহর। দলীয় একাধিক সূত্র জানায়, বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের অক্সফোর্ড মিশন রোডের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এরপরই তার বহরে থাকা মোটরসাইকেলগুলো নগরীর গরিয়ার পার পৌঁছালে আটকে দেয় পুলিশ।

এ ব্যাপারে বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধির বিষয়ে তাদের আগে সতর্ক করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ কোনো ধরনের শোভাযাত্রা করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে শোভাযাত্রা করা শুধু মোটরসাইকেলগুলোকে সিটি করপোরেশন এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদীয় বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের চলাচলে কোনো বিপত্তি নেই উল্লেখ করে রুনা বলেন, আমরা নির্বাচন বিধি ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর। সেটি যাতে লঙ্ঘন না হয় সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বিকেল ৩টার দিকে জিএম কাদের নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের বাসভবনে পৌঁছান। সেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD