শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন
বরিশাল:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ১০৮ কেন্দ্রে এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। ১২৬ কেন্দ্রের মধ্যে ভোটের সর্বশেষ পাওয়া ফলাফলে ১০৮ কেন্দ্রে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তিনি পেয়েছেন ৭৫৮৫২,১১৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯,৫৫২ ভোট। বরিশাল সিটিতে ভোটারের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন। এখানে ওয়ার্ডের সংখ্যা ৩০ আর সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১০। মেয়র প্রার্থী ৭জন। কাউন্সিলর পদে প্রার্থী ১১৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৪২ জন।