রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বাইক-রিকশা-বাইসাইকেলের সংঘর্ষে নিহত এক

ঝালকাঠিতে বাইক-রিকশা-বাইসাইকেলের সংঘর্ষে নিহত এক

ঝালকাঠিতে বাইক-রিকশা-বাইসাইকেলের সংঘর্ষে নিহত এক
ঝালকাঠিতে বাইক-রিকশা-বাইসাইকেলের সংঘর্ষে নিহত এক

ঝালকাঠি :

ঝালকাঠিতে মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে শহরের কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদ কাজী রবিন বাসন্ডা ইউনিয়নের চামটা এলাকার বাসিন্দা উমর কাজীর ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।আহতরা হলেন-মোটরসাইকেল আরোহী সিয়াম ও সাদী, রিকশা আরোহী মো. বেল্লাল মোল্লা ও বাইসাইকেল চালক মোশাররফ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের তিনজন আরোহী, রিকশার একজন ও বাইসাইকেল চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে সিয়াম ও রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে রবিন মারা যান। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিন নিহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD