রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন

বরিশালে ঈদযাত্রা ও পশুর হাটের নিরাপত্তায় তৎপর নৌপুলিশ

বরিশালে ঈদযাত্রা ও পশুর হাটের নিরাপত্তায় তৎপর নৌপুলিশ

বরিশালে ঈদযাত্রা ও পশুর হাটের নিরাপত্তায় তৎপর নৌপুলিশ
বরিশালে ঈদযাত্রা ও পশুর হাটের নিরাপত্তায় তৎপর নৌপুলিশ

বরিশাল:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে জনগণের ঈদযাত্রা এবং কোরবানির পশুবাহী নৌযানের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে বরিশালে নৌ পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বরিশাল অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন। ঈদকে কেন্দ্র করে নৌপথ ও নদীকেন্দ্রিক চরমোনাই পশুর হাটের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে মঙ্গলবার (২৭ জুন) বরিশালের লঞ্চ টার্মিনালে নৌপুলিশের এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন তিনি।এ সময় বরিশাল অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বরিশাল লঞ্চ টার্মিনাল ঘুরে দেখেন এবং ঢাকা থেকে বরিশালে আসা যাত্রীরা ভ্রমণপথে কোনো হয়রানির শিকার হচ্ছেন কি না, সে সম্পর্কে জানতে চান বরিশালের পুলিশ সুপার । লঞ্চ টার্মিনালে যাত্রী সুরক্ষায় কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বরিশাল নৌপুলিশ সুপার কফিল উদ্দিন। এ সময় তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় জনগণকে নিরাপদে এবং দ্রুততম সময়ের মধ্যে নৌপথে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মতো নৌ পুলিশও নিরলসভাবে কাজ করছে।প্রতিবারের মতো এবারের ঈদযাত্রাও সবার সমন্বিত প্রয়াসে নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে জানান তিনি। নৌপথে যেকোনো প্রয়োজনে নৌ পুলিশের সহযোগিতা নেয়ার অনুরোধ জানান তিনি। বরিশাল অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, ‘নৌপথে যাত্রী, পণ্য এবং পশু পরিবহনে নৌ পুলিশ দেশজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। যাত্রী এবং পশুবাহী নৌযানগুলো যাতে কোনো হয়রানির শিকার না হয়, সে জন্য নৌপথে টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সব নৌঘাট ও টার্মিনালে গণসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD