রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
ভোলা:
ভোলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে ঘুড়তে আসা দর্শনার্থীদের বিনোদন ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে চলছে প্রস্তুতি। ঘুড়তে আসা দর্শনার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে চলছে সাজ-সজ্জা ও সংস্কারের কাজ। ভোলা সদর উপজেলা মেঘনা পাড়ের শাহাবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র , ইলিশ বাড়ি, মেঘনা রিসোর্ট, বেবিল্যান্ড শিশু পার্ক, লালমোহনের সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, চরফ্যাশনের শেখ রাসেল শিশু পার্কসহ অনান্য বিনোদন স্থানগুলোতে চলছে শেষ সময়ের কার্যক্রম। মেঘনা পাড়ের ইলিশ পর্যটন কেন্দ্র’র চেয়ারম্যান মো: হেলালউদ্দিন সাংবাদিকদের বলেন, আমাদের এই পর্যটন কেন্দ্রে প্রতিবছর ঈদ এলে দর্শনার্থীদের বাড়তি চাপ থাকে। তাই আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইলিশ বাড়ি আরো আকর্শনীয় করে তুলতে একটি ইলিশ টাওয়ারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই টাওয়ারের উপর থেকে পুরো মেঘনা ও এর আশপাশের চিত্র সহজেই অবলোকন করা যাবে। এছাড়া নদী তীরে বসার বেঞ্চ ও ছাতা স্থাপনের কাজ চলছে।ভোলা খেয়াঘাট এলাকার বেবিল্যান্ড শিশু পার্কের স্বত্তাধিকারী মো: মিজানুর রহমান জানান, মূলত দুই ঈদ, পুজা ও শীত মৌসুমে তাদের এই শিশু পার্কটি জমজমাট থাকে। এই পার্কটি শিশুদের জন্য নানা রকম রাইডস নিয়ে সাজানো হয়েছে । তাই আসন্ন ঈদকে সামনে রেখে পার্কটিতে পরিস্কার পরিচ্ছন্নতা ও অনান্য সংস্কার কাজ চলছে। ভোলা তুলাতুলি এলাকার শাহাবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র’র পরিচালক আবিদুল আলম জানান , এবারের ঈদে বৃষ্টি একটি বাঁধার কারণ হতে পারে। তারপরেও তাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে । এছাড়াও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, জেলা পরিষদ পুকুর পাড়, টাউন স্কুল মাঠ, লালমোহনের সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কসহ অনান্য বিনোদন কেন্দ্রগুলো ঈদকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, ঈদে দূর দূরান্ত থেকে লোকজন বাড়িতে আসেন। তারা পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। তাদের এই ভ্রমণ নিশ্চিত করতে জেলা পুলিশের বিভিন্ন টিম কাজ করবে বিনোদন কেন্দ্রগুলোতে। যাতে কোন অপ্রিতীকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সকল প্রস্তুতি রয়েছে।