রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআনে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ বিএনপির এবার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত বরিশালে ৮৫ জেলের কারাদণ্ড ৫০টি আরও মডেল মসজিদ উদ্বোদন করলেন প্রধানমন্ত্রী বরিশালে নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার পটুয়াখালীতে মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন অবরোধের মধ্যে বাস ও পণ্যবাহী পরিবহন চালানোর ঘোষণা খোলাচিঠি-সকল ইন্ডেক্সধারি শিক্ষকের জন্য বদলি নীতিমালা চাই শত বাধার পরেও একজন স্বাধীন নির্মাতা হিসাবে আবারো আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বরিশালের জসিম উদ্দিন ইমন।

দক্ষিণের নেতারা এলাকায় ঈদ করছেন

দক্ষিণের নেতারা এলাকায় ঈদ করছেন
দক্ষিণের নেতারা এলাকায় ঈদ করছেন

বরিশাল :

দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশিরভাগ দলের নেতা ও মন্ত্রীরা এবার ঈদুল আজহা উদযাপন করবেন নিজ নিজ এলাকায়। নেতারা মনে করছেন, এবারের ঈদ হবে নির্বাচনী আমেজে। কারণ, জাতীয় নির্বাচন সন্নিকটে। ঈদের দিন দলীয় নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ভোজের আয়োজন করেছেন অনেকে। তবে ঈদ শেষে দ্রুতই রাজধানীতে ফিরবেন তাঁরা। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল নগরীতে ঈদ উদযাপন করবেন। আবুল খায়ের ঈদের দিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বরিশাল ক্লাব মিলনায়তনে নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ঈদের দিন ভারতের আজমির শরিফে থাকবেন। নির্বাচনী এলাকায় নেতাকর্মীর সঙ্গে ঈদ উদযাপন করবেন বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আলী আজম মুকুল ভোলার নিজ এলাকায় ঈদ করবেন। জেলার অন্য এমপি নুরুন্নবী চৌধুরী শাওন পবিত্র হজ পালনে সৌদি আরবে আছেন। আর বিএনপির মনোনয়নপ্রত্যাশীর অনেকেই ভোলায় ঈদ করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি ঈদ করবেন ঝালকাঠি শহরের বাসায়। জেলার বি এইচ হারুন এমপি ঢাকায় ঈদ করবেন। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচনী এলাকা পিরোজপুর-২ (নেছারাবাদ-কাউখালী-ভাণ্ডারিয়া) হলেও তিনি ঈদ করবেন ঢাকায়। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না নিজ বাড়ি যথাক্রমে নেছারাবাদ ও ভাণ্ডারিয়ায় ঈদ করবেন। পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম ঈদের দিন বিদেশ থেকে দেশে ফিরবেন। পরদিন নাজিরপুর উপজেলার বাসভবনে নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ আসনের বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর শহরের বাসায় শুভেচ্ছা বিনিময় করবেন। বরগুনা-১ ও ২ আসনের এমপি যথাক্রমে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও শওকত হাসানুর রহমান রিমন ঈদের দিন নিজ এলাকায় থাকবেন না। তবে পাথরঘাটায় ঈদ উদযাপন করবেন জেলার সংরক্ষিত সংসদ সদস্য সুলতানা নাদিরা। পটুয়াখালীতে আওয়ামী লীগের চার সংসদ সদস্য– শাহজাহান মিয়া, আ স ম ফিরোজ, এস এম শাহজাদা ও মহিবুর রহমান তাঁদের নিজ এলাকা যথাক্রমে পটুয়াখালী শহর, বাউফল, গলাচিপা ও কলাপড়ায় ঈদ করবেন। এ ছাড়া পটুয়াখালী সদরে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও কেন্দ্রীয় নেতা আলী আশরাফ নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD