সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শত বাধার পরেও একজন স্বাধীন নির্মাতা হিসাবে আবারো আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বরিশালের জসিম উদ্দিন ইমন।ইন্ডিয়ার Turi Film Festival এর পরে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪।ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাধারণ প্রতিপাদ্য হচ্ছে ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’। রেইনবো ফিল্ম সোসাইটি দ্বারা নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করা হয়েছে, যেটি বাংলাদেশে একটি সুস্থ সিনে সংস্কৃতির প্রচারে এবং ১৯৭৭ সাল থেকে চলচ্চিত্রের বৈশ্বিক মূলধারা এবং এর সামাজিক প্রাসঙ্গিকতা উদযাপনের জন্য নিবেদিত। বাংলাদেশের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র ইভেন্ট এবং অনেকাংশে, একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যকর এবং ইতিবাচক জাতীয় চলচ্চিত্র সংস্কৃতি গঠনে সহায়তা করেছে। উৎসবে “এশিয়ান সিনেমা সেকশন”, “রেট্রোস্পেক্টিভ”, “ট্রিবিউট”, “ওয়াইড অ্যাঙ্গেল”, “বাংলাদেশ প্যানোরামা সেকশন”, “সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড সেকশন”, “চিলড্রেন ফিল্মস সেকশন”, “ওমেন ফিল্মমেকারস সেকশন” এর প্রতিযোগিতা থাকবে। “, “শর্ট এবং স্বাধীন চলচ্চিত্র বিভাগ” এবং “আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগ”।
তারা স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে জসিম উদ্দিন ইমনের চলচ্চিত্র “টোকাই” প্রদর্শন করবে।
টোকাই এর সাথে জড়িত সবাইকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা তিনি বলেন,”সমাজের অসংগতির গল্পগুলো চলচ্চিত্রের মধ্যে দিয়ে বলবো , তাই ক্ষুদ্র পরিসরে নিজেকে গড়ার জন্য, একাকি জিরো বাজেটে কিছুটা চর্চা( লাইট,ক্যামেরার সাথে বোঝাপাড়া করার জন্য, ধারণা নেওয়া ভুল থেকে শিক্ষা নেওয়া) করতেছি,আরো করবো আর এজন্য ছোট ছোট কিছু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ডে আমি ওয়ানম্যান আর্মি। আর ক্যামেরার সামনে সব নতুন সাধারণ মানুষ ( ছেলে-মেয়ে নিয়ে চর্চাটা করছি) অনেকেই তার এক্সপেরিমেন্ট বা চর্চাগুলো অপ্রকাশিত রাখে,কিন্তু আমি বরিশালের মত ছোট শহরে থাকি যেখানে চলচ্চিত্র চর্চা বা শিল্পটা এখনো বিকশিত হয়নি।যারা আগ্রহী সবাই ঢাকা মুখী।
তাই আমার শেখার গ্রাফ বা ভুল থেকে শিক্ষার জন্য, আমি ফিল্ম ফেস্টিভ্যাল গুলোতে মাঝে মাঝে সাবমিট করি।সেখানে অনেক সময় পজেটিভ ফিডব্যাক পাই।বরাবর এর মতো সর্বশেষ কাজ টোকাই নিয়েও ইন্ডিয়ার Turi films festival থেকে সার্টিফিকেট ও উন্নয়ন গ্রাফ এর মার্কশীট পেলাম। টিমের সবাইকে অভিনন্দন 🖤
চলচ্চিত্র 📷-টোকাই