বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন
পটুয়াখালী :
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার উত্তর চর শাহজালালের ৩১ বছর যাবৎ চরে বসবাসরত ১৫৭টি ভূমিহীন পরিবারের মাঝে খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবীতে ভূমিহীন কৃষক- কৃষানীদের আয়োজনে ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহযোগিতায় খাস জমি বন্দোবস্তের দাবীতে, ভূয়া বন্দোবস্ত বাতিল ও খাস জমি জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া বন্দোবস্তকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্তর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রকৃত ভূমিহীনরা। এ সময় ভূমিহীন পরিবারের তিন শতাধীক সদস্য উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক ফেডারেশনের সাধারন সম্পাদক জায়েদ ইকবাল খান, সহ-সাধারন সম্পাদকআব্দুস সাত্তার হাওলাদর। আরো বক্তব্য রাখেন উত্তর চর শাহজালাল ভূমিহীন নেতা আবদুল বারেক সরদার, ভূমিহীন নেতা মকবুল হোসেন, জেলা কৃষক ফেডারেশনের সাধারন সম্পাদক কায়েস মাহমুদ, ভূমিহীন আবদুর রাজ্জাক হাওলাদার, আঃ খালেক সরদার, ভূমিহীন নেত্রী মনজু বেগম, বিউটি বেগম, কুলসুম বেগম প্রমুখ। বক্তারা বলেন, দশমিনা উপজেলার ৭ নং চরবোরহান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খাস জমিতে ১৯৯২ সাল থেকে ৩১ বছর যাবৎ চরভূমিতে তিন শতাধিক ভূমিহীন পরিবার ছেলে-মেয়ে-স্ত্রীসহ বাড়ী-ঘর নির্মান করে বসবাস ও চাষাবাদ করে আসছে। উল্লিখিত ওয়ার্ডে বসবাসরত সকল ভূমিহীন পরিবারবর্গের সদস্যদের ভোটার ও খানা আছে। অথচ দশমিনা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা, বাউফল, পটুয়াখালী সদরের প্রভাবশালী কর্তাব্যক্তিরা, স্থানীয় তহশিল অফিস, দশমিনা-গলাচিপার ভূমি অফিস, জেলার ভূমিবণ্টনের সাথে সংশ্লিষ্ট কতিপয় অসাধু কর্মচারী- কর্মকর্তা ভূয়া ভূমিহীন সেজে অর্থের বিনিময়ে খাসচরে ভূয়া বন্দোবস্ত করে নেয়ার পায়তারা করছে। এ ব্যাপারে ভূমিহীনদের অভিযোগের প্রেক্ষিতে সর্বশেষ ২০১৪ -২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন সাহেবের উদ্যোগে ১৭/০৩/২০১৫ ইং দশমিনা উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সাবেক গলাচিপা চর শাহজালাল মৌজার যাছাই – বাছাইকরণের মাধ্যমে ভুয়াবন্দোবস্ত কেস বাতিলের প্রস্তাব প্রকৃত ভূমিহীনদের তালিকা করে জেলা কমিটির নিকট পাঠানো হয়। কিন্তু সেই প্রস্তাব আজ পর্যন্ত আলোর মূর্খ দেখেনি। বক্তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, উত্তর চর শাহজালালে ভূমিহীন পরিবার যারা ঝড়-বন্যা, সিডর, আয়লার মত ঘূর্ণিঝড় উপেক্ষা করে ঘর-বাড়ি করে পরিবার -পরিজন নিয়ে চাষাবাদ ও নদীতে মৎস্য শিকার করে জীবীকা নির্বাহ করে আসছ, তাদের নামে ভূমিবন্দোবস্ত দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান। পরে তারা তিন দফা দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।