সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর আলেকান্দা কাজীপাড়া ১৪ নং ওয়ার্ড এলাকায় প্রবাসী কাজী মনির হোসেনের ক্রয় করা জমির গেট ভেঙে ফেলেছে প্রতিপক্ষরা।গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রতিপক্ষ হাসান কাজী ও তার ভাড়াটে লোকজন নিয়ে প্রবাসী কাজী মনির হোসেনের জমির গেট ভাংচুর করে। এ সময় প্রতিপক্ষ হাসান কাজী, প্রবাসী কাজী মনির হোসেন কে গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দেয়। সরেজমিনে গিয়ে জানজায়, কাজী মনির হোসেন দীর্ঘদিন প্রবাসে থাকায় তার ক্রয় করা জমির উপর দিয়ে ইচ্ছামত চলাচল করে প্রতিপক্ষ হাসান কাজী। অথচ সেটা কোন চলাচলের রাস্তা ছিল না। এ নিয়ে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল হোসেন পলাশকে জানানো হলে তিনি উভয়ের কাগজ দেখে সালিশ মীমাংসা করে ওই জমিতে গেট লাগানোর সম্মতি জানায় । এরপর কাজী মনির হোসেন তার জমিতে থাকা মালামাল চোরের কাছ থেকে রক্ষা পেতে গেট নির্মাণ করে । এদিকে গেট নির্মাণের খবর জানতে পেরে প্রতিপক্ষ হাসান কাজী বুধবার সন্ধ্যার দিকে কাজী মনির হোসেন এর নির্মাণাধীন গেট ভারাটে লোকজন নিয়ে ভাঙচুর করে ও প্রবাসী কাজী মনির হোসেন কে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয় । এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী কাজী মনির হোসেন সাংবাদিকদের জানায় দীর্ঘদিন আগে কাজীপাড়া ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা এনায়েত কবিরের কাছ থেকে ২.৬০ শতাংশ জমি ক্রয় করে ও মনির হোসেনের ছোট চাচা কাজী এনামুল হক এর কাছ থেকে কিছু জমি এওয়াজ বদল করে নেয় । আর সেই জমিতে ভবন নির্মাণের প্রস্তুতি নেয় কাজী মনির হোসেন। আর এ কথা জানতে পেরে প্রতিপক্ষ হাসান কাজী প্রবাসীকে হয়রানি করার জন্য ভাড়াটে লোকজন নিয়ে ভাঙচুর হামলা চালায়।
এ বিষয়ে ভুক্তভোগী কাজী মনির হোসেন পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।