
বাংলাদেশ একটি উন্নত দেশ গড়তে হলে মানবসম্পদের উন্নয়ন অপরিহার্য। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাদের উন্নতিই দেশের ভবিষ্যৎ। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো সমাধান না করলে নতুন কারিকুলাম বাস্তবায়ন বা দেশের উন্নয়ন সম্ভব নয়।বাংলাদেশ একটি উন্নত দেশ গড়তে হলে মানবসম্পদের উন্নয়ণ করতে হবে।চিটা বপন করলে ভালো ফসল আশা করা যায় না।তেমনি মেধাবীদের এই পেশায় আকৃষ্ট না করতে পারলে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব না।আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের প্রথম পছন্দ থাকে ডাক্তার বা ইন্জিনিয়ার তারপরে বিসিএস,ব্যাংক বা কোন সরকারী চাকুরী।আর সবক্ষেত্রে ব্যার্থ যারা তারাই আসে শিক্ষাক্ষেত্রে।মেধাবীরা না আসার কারন রয়েছে।সে কারন গুলো ও সমাধানগুলো নিচে উল্লেখ করবো।এইগুলো সমাধান হলে বাংলাদেশ সত্যিকার স্মার্ট বাংলাদেশ হবে।
শিক্ষকদের সমস্যা:
- নিম্ন বেতন ও ভাতা: শিক্ষকদের বেতন ও ভাতা অন্যান্য পেশার তুলনায় অনেক কম।
- অপর্যাপ্ত ঈদ বোনাস: বর্তমানে শিক্ষকরা তাদের বেতনের মাত্র ২৫% ঈদ বোনাস পান।
- বদলি নীতির অভাব: শিক্ষকদের জন্য সার্বজনীন বদলি নীতি নেই।
- কম বাড়ি ভাড়া: শিক্ষকদের জন্য নির্ধারিত বাড়ি ভাড়া মাত্র ১০০০ টাকা।
- অযৌক্তিক ছুটির দিন: শিক্ষকদের সরকারি ছুটির দিনেও প্রতিষ্ঠানে যেতে হয়।
- স্থানীয় কমিটির অত্যাচার: স্থানীয় কমিটির মাধ্যমে শিক্ষকদের উপর নানা চাপ প্রয়োগ করা হয়।
- চাকরির অনিশ্চয়তা: শিক্ষকদের চাকরির নিরাপত্তা নেই।
- চাঁদাবাজি: স্থানীয় কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষকদের উপর চাঁদাবাজি করা হয়।
- কাম্য ছাত্র ও ফলাফলের বাধ্যবাধকতা: শিক্ষকদের উপর কাম্য ছাত্র ও ফলাফলের বাধ্যবাধকতা থাকে।
- অতিরিক্ত কর্তন: শিক্ষকদের বেতন থেকে ১০% অতিরিক্ত কর্তন করা হয়।
- পেনশন সুবিধার অভাব: শিক্ষকদের জন্য পেনশন সুবিধা নেই।
- অবসরকালীন জমানো টাকা পাওয়ার ঝামেলা: অবসর গ্রহণের পর শিক্ষকদের জমানো টাকা ফেরত পেতে অনেক ঝামেলা পোহাতে হয়।
- প্রোমোশন নীতির অভাব: শিক্ষকদের জন্য সুস্পষ্ট প্রোমোশন নীতি নেই।
- মাদ্রাসায় জেনারেল শিক্ষিতদের নিয়োগে বাধা: জেনারেল শিক্ষিতরা মাদ্রাসায় অধ্যক্ষ বা প্রধান হতে পারেন না।
- মহিলা কোটা: শিক্ষক নিয়োগে ২০% মহিলা কোটা বহাল রয়েছে।
- জাতীয়করণের অভাব: সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয়নি।
সমাধান:
- শিক্ষকদের জন্য আলাদা সর্বোচ্চ বেতন স্কেল নির্ধারণ করা
- ঈদ বোনাস ১০০% করা
- সার্বজনীন বদলি নীতি বাস্তবায়ন করা
- বাড়ি ভাড়া বৃদ্ধি করা
- শিক্ষকদের জন্য সরকারি ছুটির দিন পালন নিশ্চিত করা
- স্থানীয় কমিটি প্রথা বিলুপ্ত করে EFT চালু করা
- স্থানীয় কমিটির ক্ষমতা খর্ব করা
- কাম্য ছাত্র ও ফলাফলের নীতি বাতিল করা
- অতিরিক্ত কর্তন বন্ধ করে পেনশন চালু করা
- অবসরকালীন জমানো টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া সহজ করা
- যোগ্যতার ভিত্তিতে প্রোমোশন নীতি বাস্তবায়ন করা
- মাদ্রাসায় জেনারেল শিক্ষিতদের নিয়োগের সুযোগ করে দেওয়া
- শিক্ষক নিয়োগে মহিলা কোটা পর্যালোচনা করা
- সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা
- সকল নিয়োগ সরকারের মাধ্যমে করা
- ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগ করা
উল্লেখিত সমস্যাগুলো সমাধান করতে পারলে শিক্ষকদের পেশা আকর্ষণীয় হবে এবং মেধাবীরা এই পেশায় আসতে উৎসাহিত হবে। এর ফলে শিক্ষার মান উন্নত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জসিম উদ্দিন ইমন
প্রভাষক ইংরেজি।