সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
ভোলায় পেশাগত দায়িত্বপালনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৭ মার্চ) দিনগত রাতে ভোলার চর ছিপলী ও পৌর চরনোয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৮।
গ্রেফতাররা হলেন, ভোলার সদর উপজেলার চর ছিপলী গ্রামের কালিমুল্লাহ (৫০), হাবিবুল্লাহ খোকন (৩৫) ও ভোলার পৌর ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোড এলাকার মো শাকিল।
শনিবার (৮ মার্চ) সকালে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দিনগত রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চর ছিপলী এলাকা থেকে কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ খোকনকে এবং পৌর চর নোয়াবাদ এলাকা থেকে মো. শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ খোকনের সঙ্গে তাদের আরেক ভাই অলিউল্লাহর ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব চলছিল। পরে অলিউল্লাহ খাল পাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ সকালে ভোলা শহরের শিশমহল সংলগ্ন খালপাড় এলাকায় কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ দলবল নিয়ে হৈচৈ করে তাদের পারিবারিক একটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে যান। এসময় ভিডিও করতে গেলে গেলে দৈনিক ভোলা টাইমস্’র প্রধান সম্পাদক মো. আলী জিন্নাহ রাজীব ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক বিজয় বাইনের ওপর তারা হামলা চালান। এতে ওই দুই সাংবাদিক আহত হন। পরে ওইদিন ভোলা মডেল থানায় সাংবাদিক বিজয় বাইন চার জননের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের নামে মামলা করেন।