সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা
ভোলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার

ভোলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩ জন গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

ভোলায় পেশাগত দায়িত্বপালনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৭ মার্চ) দিনগত রাতে ভোলার চর ছিপলী ও পৌর চরনোয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৮।

গ্রেফতাররা হলেন, ভোলার সদর উপজেলার চর ছিপলী গ্রামের কালিমুল্লাহ (৫০), হাবিবুল্লাহ খোকন (৩৫) ও ভোলার পৌর ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোড এলাকার মো শাকিল।

শনিবার (৮ মার্চ) সকালে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চর ছিপলী এলাকা থেকে কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ খোকনকে এবং পৌর চর নোয়াবাদ এলাকা থেকে মো. শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ খোকনের সঙ্গে তাদের আরেক ভাই অলিউল্লাহর ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব চলছিল। পরে অলিউল্লাহ খাল পাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ সকালে ভোলা শহরের শিশমহল সংলগ্ন খালপাড় এলাকায় কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ দলবল নিয়ে হৈচৈ করে তাদের পারিবারিক একটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে যান। এসময় ভিডিও করতে গেলে গেলে দৈনিক ভোলা টাইমস্’র প্রধান সম্পাদক মো. আলী জিন্নাহ রাজীব ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক বিজয় বাইনের ওপর তারা হামলা চালান। এতে ওই দুই সাংবাদিক আহত হন। পরে ওইদিন ভোলা মডেল থানায় সাংবাদিক বিজয় বাইন চার জননের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের নামে মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD