বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
রাফায়েল গেরেইরোর জোড়া গোলে শুরুটা দুর্দান্ত করে বায়ার্ন মিউনিখ। তবে দশ জনে পরিণত হলে খেই হারায় বাভারিয়ানরা। ঘরের মাঠে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বায়ার্ন। শনিবার জার্মান বুন্ডেসলিগায় ৩-২ গোলে স্মরণীয় এক জয় তুলে নেয় বোখুম। সব প্রতিযোগিতা মিলিয়ে দশ ম্যাচ পর হারের তেঁতো স্বাদ পেলো জার্মান জায়ান্টদের।
আলিয়েঞ্জ অ্যারেনায় আক্রমণ, বল আধিপত্যে এগিয়ে থাকলেও তীরে গিয়ে তরী ডোবে বায়ার্নের। এদিন বোখুমের গোলের দিকে ১৪টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে থাকে স্বাগতিকদের।বিপরীতে ৮টির মধ্যে ৫টি শটই লক্ষ্যে রাখে সফরকারীরা। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে লেভারকুজেনকে ৩-০ গোলে উড়িয়ে দেন বায়ার্ন। তবে লীগে এসে পা কাটল রেলিগেশন জোন বা অবনমন অঞ্চলে থাকা বোখুমের সঙ্গে। যদিও এদিনের হারের পরও ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরেই আছে বাভারিয়ানরা। সমপরিমাণ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লেভারকুজেন। ম্যাচের ১৪তম মিনিটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফুটবলার গেরেইরো। ২৮তম মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটিও করেন গেরেইরো। এর ৩ মিনিট পর ব্যবধান কমান বোখুমের ক্রোয়াট ডিফেন্ডার জ্যাকভ মেদিচ। এরপরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। সফরকারী দলের একজনকে মারাত্মক ফাউল করে বসেন হোয়াও পলিনহা। রেফারি সরাসরি লাল কার্ড দেখান এই পর্তুগিজ মিডফিল্ডারকে।
একজন কম থাকার সুযোগকে দারুণভাবে কাজে লাগায় বোখুম। বিরতি থেকে ফিরেই সমতাসূচক গোল করে সফরকারী দল। ৫১তম মিনিটে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার ইব্রাহিমা সিসাকো। এরপর ৭১তম মিনিটে পুরো আলিয়েঞ্জ অ্যারেনাকে চুপ করিয়ে জয়সুচক গোলটি করেন স্লোভাকিয়ান মিডফিল্ডার মাতুস বেরো। শেষ পর্যন্ত ৩-২ গোলেই জিতে যায় বোখুম। এর আগে বাভারিয়ানরা সবশেষ হারে গত জানুয়ারিতে। চ্যাম্পিয়ন্স লীগের প্রাথমিক পর্বের ম্যাচটিতে টমাস মুলাররা ফেইনুর্দের বিপক্ষে হারে ৩-০ গোলে। এই হারের ধাক্কা নিয়েই আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগে লেভারকুজেনের মাঠে নামবে ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। যদিও শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলের জয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ।