বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) জাদুঘরটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোমবার সকাল ৯টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জাদুঘরের জেনারেটর কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে চারতলা ভবনের নিচতলার জেনারেটর কক্ষটি পুড়ে গেছে।’