সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা
পাওনা টাকা চাওয়ায় মেহেন্দিগঞ্জে একই পরিবারের ৪ সদস্যকে মারধর, জমি বিক্রির ৪ লক্ষ টাকা ছিনতাই ! শেবাচিমে ভর্তি ।

পাওনা টাকা চাওয়ায় মেহেন্দিগঞ্জে একই পরিবারের ৪ সদস্যকে মারধর, জমি বিক্রির ৪ লক্ষ টাকা ছিনতাই ! শেবাচিমে ভর্তি ।

বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় রাজ মিস্ত্রির পরিবারের ৪ সদস্যকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জমি বিক্রির ৪ লক্ষ টাকা ও ছিনতাই এর ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বাড়ি থেকে ভাড়া বাসায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

আহতরা হলো ওই থানার ৩ নং ওয়ার্ড আম্বিকাপড় গ্রামের বাসিন্দা মোঃ সিরাজ রাঢ়ি , স্ত্রী আসমা বেগম, ছেলে সজিব, পুত্রবধূ রিয়া মনি। আহত সিরাজ বর্তমান মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত সূত্রে জানা যায়, আহত সিরাজ ও তার ছেলে পেশায় রাজ মিস্ত্রি। তারা দীর্ঘদিন যাবত চাচাতো ভাই ঠিকাদার নূর নবীর সাথে কাজ করে। নূরনবী কাজের টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। পাওনা টাকা চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিল নূরনবী। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে নূরনবী, রিয়াজ ,সম্রাট, শাকিল, কাশেম , মইন সহ অজ্ঞাত চার/পাঁচ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।

এ সময় তার সাথে থাকা জমি বিক্রির টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD