সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা
ঈদে মুক্তি পাচ্ছে ওয়েবফিল্ম ‘হাউ-সুইট’

ঈদে মুক্তি পাচ্ছে ওয়েবফিল্ম ‘হাউ-সুইট’

ওটিটি প্লাটফর্ম বঙ্গ এবং নির্মাতা কাজল আরেফিন অমির সম্মিলিত প্রতিটি কাজই দর্শকদের জন্য নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। মুক্তির অপেক্ষায় প্রহর গোনা ‘হাউ সুইট’ ও ব্যতিক্রম না এক্ষেত্রে। এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ওয়েবফিল্মটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই আকাশচুম্বী।

 

কমেডির ঘরানার নাটক নির্মানের জন্য নন্দিত এই পরিচালক এবার কাজ করছেন রোমান্স নিয়ে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ জুটিকে এক ফ্রেমে বন্দি করেছেন। মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে এমনটাই প্রত্যাশা অমির।

 

জানা যায়,ওয়েবফিল্ম হাউ সুইটের গল্প আবর্তিত হয়েছে শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে। সুইটি নামের এক পালিয়ে আসা কনের সাথে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। তবে সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনা থেকেই শুরু হয় অসাধারণ একটি জার্নি। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে। শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।

বর্তমানে চলছে ‘হাউ সুইটে’র ব্যাপক প্রচারণা। দর্শকরা ২৫ টাকায় প্রি-বুক করে হাউ সুইট দেখতে পারবেন। এছাড়াও ৫০ জন দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েবফিল্মটি দেখার সুযোগ পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD