সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা
নেত্রকোণার কেন্দুয়ায় খাল পাড়ে মিললো ব্যবসায়ীর মরদেহ

নেত্রকোণার কেন্দুয়ায় খাল পাড়ে মিললো ব্যবসায়ীর মরদেহ

ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত তারা মিয়া (৬৯) উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন।

কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে তারা মিয়ার মরদেহ দেখে মানুষ পুলিশকে খবর দেয়।

তারা মিয়ার ভাই সোলেমান মিয়া জানান, তার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবার। মরদেহের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে।

সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশিাপাশি পিবিআইয়ের সদস্যরাও তদন্ত শুরু করেছেন। এছাড়া এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD