সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা
মোটরসাইকেলে চেপে খুলনায় সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি

মোটরসাইকেলে চেপে খুলনায় সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি

ঘটনার পর তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নগরের ব্যস্ততম ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে এসে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে ব্যস্ততম ওই এলাকায়। কিছু সময় পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে উঠলেও আতঙ্ক কাটেনি।

নাম প্রকাশ না করা শর্তে এক বাসিন্দা বলেন, মোটরসাইকেলে চড়ে যারা এসেছিলেন তাদের বেশিরভাগেই তরুণ। কে বা কারা আমরা বুঝতে পারিনি। রাতে হঠাৎ মোটরসাইকেলে করে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ করে চলে যায়।এসময় হৈ-চৈ করছিল তারা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD