রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে মধ্যযুগীয় কায়দায় হত্যার চেষ্টা
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ ফখরুল ইসলাম রোকনের ছেলে অনিক খলিফা (৩০)-কে পরিকল্পিতভাবে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে রবীন্দ্রনগর এলাকার তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ওয়ার্ডের পশ্চিম পাংশা গ্রামের মোঃ ফজলুর রাঢ়ী (৪৫) অনিককে কথা বলার সময় হঠাৎ পিছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে অনিক মাটিতে লুটিয়ে পড়লে তার মাথায় একের পর এক আঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ফজলু।
এ সময় দোকানের সামনে থাকা প্রত্যক্ষদর্শী এনায়েত করিমের স্ত্রী মণি বলেন,
“আমি ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ শুনি অনিক বলছে— ‘আপনি আমার বড় ভাই, আমাকে মারছেন কেন?’ বাইরে বের হয়ে দেখি অনিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর ফজলু তার মাথায় ইট দিয়ে বারবার আঘাত করছে। আমি চিৎকার করলে ফজলু পালিয়ে যায়।”
অনেকে জানান, শাকিব সরদারের মাধ্যমে অনিককে দোকানের সামনে আসতে বলা হয়েছিল।
অনিকের বাবা ইউপি সদস্য মোঃ ফখরুল ইসলাম রোকন বলেন,
“সকালবেলা আমার ছেলে সাইকেল নিয়ে বের হয়। পরে জানতে পারি শাকিবের সঙ্গে নাস্তা করছে। কিছুক্ষণ পর ফোন এলো, অনিককে মারধর করে ফেলে রাখা হয়েছে। হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় নিতে বলেন। আমার ছেলের অবস্থা গুরুতর।”
অন্যদিকে শাকিব দাবি করেন,
“অনিক আমার সাথে নাস্তা করেছে। পরে আমি চলে যাই। ঘটনাটি আমি জানি না।”
অনিককে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মোঃ আল মামুন-উল ইসলাম বলেন,
“ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
আহত অনিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পূর্ব শত্রুতার জের ধরে বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে হত্যার চেষ্টা
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফখরুল ইসলাম রোকন এর ছেলে অনিক খলিফা (৩০)-কে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের রবীন্দ্রনগর তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনিক সকালবেলা সাইকেলযোগে বাড়ি থেকে বের হন। পরে কথাবার্তার এক পর্যায়ে পেছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী এনায়েত করিমের স্ত্রী মণি বলেন,
“আমি ঘরে কাজ করছিলাম। হঠাৎ শুনি অনিক বলছে— ‘আপনি আমার বড় ভাই, আমাকে মারছেন কেন?’ বাইরে এসে দেখি অনিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
অনিকের বাবা ইউপি সদস্য মোঃ ফখরুল ইসলাম রোকন বলেন,
“আমার ছেলে সকালে শাকিবের সাথে নাস্তা করছিল। কিছুক্ষণ পর খবর পাই তাকে মেরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক।”
অপরদিকে শাকিব দাবি করেন,
“অনিক আমার সাথে নাস্তা করেছে। পরে আমি চলে যাই। এরপর কি হয়েছে আমি জানি না।”
আহত অনিককে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মোঃ আল মামুন-উল ইসলাম বলেন,
“ঘটনার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
বর্তমানে অনিক চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।