রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
নির্বাচনী প্রচারণায় বাবুগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের আনন্দ র্যালি ও মোটর শোভাযাত্রা
শফিকুল ইসলাম, বাবুগঞ্জ //
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ট্রাক মার্কার পক্ষে গণসংযোগ, আনন্দ র্যালি ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ট্রাক মার্কার এমপি প্রার্থী এইচ. এম. ফারদিন ইয়ামিনের পক্ষে র্যালিটি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা, রহমতপুর, চাঁদপাশা, দেহেরগতি সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় কর্মী-সমর্থকরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। র্যালির মাধ্যমে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মাসুম হাওলাদার এর নেতৃত্বে অনুষ্ঠিত এ র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি মোঃ শামিম রেজা ও সাধারণ সম্পাদক এইচ. এম. হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক আবু সায়েমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি. এম. ইব্রাহিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নয়ন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ কে. এম. আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বক্তারা বলেন,
“ট্রাক প্রতীক জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। আমরা জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে দিতে এসেছি। বাবুগঞ্জ-মুলাদীর জনগণ আমাদের পাশে আছে। ইনশাআল্লাহ ট্রাক প্রতীককে বিজয়ী করে এবারের নির্বাচনকে গণমানুষের জয় হিসেবে প্রতিষ্ঠিত করব।”