রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ বরিশাল-স্বরূপকাঠি সড়কে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ স্বদেশের মাটিতে ফিরল ভারতে পাচারের শিকার ৩০ শিশু-কিশোর রবিউল হত্যা:  ২১ জন আসামি, গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ জামাতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান উজিরপুরে বসতঘরে অগ্নিকাণ্ড: সালাম মোল্লার বাড়ি অল্পের জন্য রক্ষা পেলেও পাকঘর পুড়ে ছাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
রাজাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রাজাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রিপোর্ট আজকের বরিশাল :
ঝালকাঠির রাজাপুর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে ইসমাঈল হাওলাদার ৩২৪ ভোট ও কোষাধ্যক্ষ পদে আ.কুদ্দুস আকন ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে ইসমাঈল হাওলাদার এবং দুলাল গাজী দুইজন প্রার্থী ও কোষাধ্যক্ষ পদে বাবুল হাওলাদার ও আ. কুদুস আকন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছে। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৫৫৪ জন ভোটারের মধ্যে নির্বাচনে ৩৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এব ৫টি ভোট বাতিল হয়। উপজেলা কার্যালয় বাইপাস এলাকায়। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ পদ ছাড়া সাধারণ সম্পাদকসহ অন্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হল সাধারণ সম্পাদক আজীজুল খলিফা, সহ সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি মজিবর মোল্লা, সহ সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মো.জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাকায়েত হাওলাদার, প্রচার সম্পাদক অপু হাওলাদার, নির্বাহি সদস্য আল আমিন খলিফা ও বশির হাওলাদার। নির্বাচন ও ফলাফল ঘোষণাকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ, রাজাপুর সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা, পল্লী বিদ্যৎ জি এম রাজন কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন খান মিলু, রাজাপুর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালক সাংবাদিক আল আমিন তালুকদার, সাংবাদিক এনামুল হক, আহসান হাবিব সোহাগ ও অহিদ সাইফুল, মঈনুল হক লিপু ও সিদ্দিক আকনসহ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD