বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউতপুর এলাকার মৃত আবদুল করিম হাওলাদারের ছেলে মোঃ মগবুল হাওলাদার(৮৪) এর বসতবাড়িতে সিঁধ কাটার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪জুন) দিনগত রাত অনুমান ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। মোঃ মগবুল হাওলাদার অভিযোগ করে বলেন, আমার পরিবারের লোক জন সবাই ঢাকায় থাকেন, বাড়িতে শুধু আমি একা বসবাস করি। শুক্রবার রাত অনুমান ১১টার দিকে আমি আমার এক আত্মীয় সাথে কথা বলে বাড়িতে আসলে আমি দেখতে পাই আমার বসতঘরের পাকা পিরা ভাংতেছে তিন জন লোক, তারা আমাকে দেখে আমাকে দাবার দিলে আমি জীবন বাচাতে ভয়ে দৌড় দেই। পরে আমি ঘুরে রাস্তা দিয়ে বাড়িতে আসতে চাইলে দেখি বাড়িতে প্রবেসের সাকো টান দিয়ে ফেলে দৌড় দিয়ে পালিয়ে যায়। আরো বলেন, তারা আমার ঘরে টাকা পয়সার জন্য সিঁধ কাটে নাই তারা আমার জীবন শেষ করার জন্য সিঁধ কেটেছে। পরে আমি বিষয়টি স্থানীয় লোক জন ও ইউপি সদস্যকে জানিয়েছি।