বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বাউফলে মরণফাঁদে ৫টি সেতু

বাউফলে মরণফাঁদে ৫টি সেতু

রিপোর্ট আজকের বরিশাল:
পটুয়াখালীর বাউফল উপজেলার জনগুরুত্বপূর্ণ ৫টি ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের সীমা নেই। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ঝুঁকি নিয়ে পারাপার হলেও সেতুগুলো মেরামতের ক্ষেত্রে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়নের শশীতলা খালের ওপর বশির মাস্টার বাড়ি সংলগ্ন সেতু, সুলতানাবাদ মাদ্রাসা সংলগ্ন সেতু, চন্দ্রদ্বীপ ইউনিয়নের আলগী ব্রিজ, মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা-মাঝপাড়া খালের ওপর কালিবাড়ি সংলগ্ন আয়রন ব্রিজ ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন আরসিসি ব্রিজ মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিটি ব্রিজের পাটাতন ও স্লাব ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিনেও সেতুগুলো মেরামত না করায় এলাকাবাসী কলাগাছ ও গাছের গুড়ি ফেলে ভাঙা অংশ জোড়াতালি দিয়ে পারাপার হচ্ছেন। প্রতিদিন পৃথক এই পাঁচটি সেতু পারাপার হতে গিয়ে স্কুলগামী শিক্ষার্থী, মহিলা ও শিশুসহ বৃদ্ধরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই ব্রিজ পাঁচটি মরণফাদে পরিণত হলেও সংস্কার কিংবা পুনঃনির্মাণের ক্ষেত্রে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। সুলতানাবাদ গ্রামের শাহবুল দেওয়ান জানান, শশীতলা খালের ওপর ধানদি এলাকার বশির মাস্টার বাড়ি সংলগ্ন ব্রিজের স্লাব ভেঙে যাওয়ায় ওই সড়কে টমটম, অটোরিক্সা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা মাঝেমধ্যে কাঠের গুড়ি বিছিয়ে যানবাহন ও লোকজনের চলাচলের ব্যবস্থা করলেও তা স্থায়ী হচ্ছে না। স্লাব ভেঙে লোহার রড বেড়িয়ে গেছে সুলতানাবাদ দাখিল মাদ্রাসা সংলগ্ন আরসিসি সেতুটিরও। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ২টি ব্রিজ দিয়ে স্কুলও কলেজগামী শিক্ষার্থীসহ যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন নাজিরপুর ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষ।পাঁচ বছরেও সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়েছে চন্দ্রদ্বীপ ইউনিয়নের আলগী ব্রিজ। ভুক্তভোগী ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন, নার্গীস, সীফা, মুক্তা, ফারজানা ও সাদিয়া জানায়, প্রতিদিন এই ব্রিজ পাড় হতে গিয়ে উভয় পাশের একাধিক চরের শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। পৌরসভার ৫নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন সড়কের আরসিসি ব্রিজের অবস্থাও বেহাল। আবদুল মমিন হাওলাদার নামে স্থানীয় একজন জানান ৭-৮ বছর আগে নির্মিত ব্রিজটির কয়েকদিন যেতে না যেতেই স্লাব ধসে পড়েছে। পূর্ব বিলবিলাস ও পন্ডিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। অপরদিকে কয়েকবছর আগে ভেঙে যাওয়া মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা-মাঝপাড়া খালের ওপর কালিবাড়ি সংলগ্ন সেতু দিয়ে এলাকাবাসী মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার হলেও পুনর্র্নিমাণের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। এ বিষয়ে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম সাংবাদিকেদের বলেন, ‘আগামী অক্টোবর মাসে নতুন টেন্ডার দেয়া হবে। এর আগে ব্রিজগুলোর কন্ডিশন পর্যবেক্ষণ করে নির্মাণ কিংবা পুনর্র্নিমাণের উদ্যোগ নেয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD