বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
ভোলায় বাজারগুলোতে ঈদের আমেজ!

ভোলায় বাজারগুলোতে ঈদের আমেজ!

ভোলা প্রতিনিধি॥

ভোলায় করোনাভাইরাস নিয়ে প্রশাসনের সচেতনামুলক নির্দেশনা উপেক্ষা করে সদর উপজেলার বিভিন্ন হাটবাজারে দোকানপাট খোলা রেখে জনসমাগম সৃস্টি করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ কারনে হাটবাজার গুলোতে জনসাধারনের সমাগমও আগের মত রয়ে গেছে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় ব্যাবসায়ী আর সাধারন জনগন সচেতনতার বিষয়টি গায়ে লাগাচ্ছেনা বলে অভিযোগ সচেতন মহলের। সাধারণ ছুটিতে ঢাকাসহ সারাদেশ থেকে স্থানীয়রা বাড়ি ফেরায় বাজারে লেগেছে ঈদের আমেজ। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পরানগঞ্জ বাজার, পাঙ্গাশিয়া বাজার, তেমাথা, হাওলাদার বাজার, জনতা বাজার, ক্লোজার বাজার, শান্তির হাট, রাস্তার মাথা, ব্যাংকের হাট, ভেলুমিয়া বাজার, রতনপুর বাজারে লোক সমাগমের চিত্র একই রকম। এসব হাট বাজারের সবধরনের অধিকাংশ দোকানপাট খোলা রাখছে ব্যবসায়ীরা। সকালে স্থানীয় হাট-বাজারগুলোতে লোকজন কিছুটা কম হলেও বিকালে মেলে ঈদের আমেজ। শুক্রবারও সকাল ও বিকালে ভেলুমিয়া ও ব্যাংকের হাট বাজারে এ চিত্র দেখা গেছে। কেউ কেউ প্রশাসনের টহলের খবর রেখে এবং আবার কেউ দোকানের অর্ধেক সাঁটার খোলা রেখে কৌশলে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন। উপজেলা প্রশাসন সহ স্থানীয় ইউপি চেয়ারম্যানরা গত কয়েকদিন ধরে নিয়মিত মাইকিং করে সবাইকে সচেতন হওয়ার জানান দিলেও এসবের কোন তোয়াক্কা করছেননা অনেকেই। তাছাড়া জরুরী প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করার অনুরোধ জানানো হলেও বাস্তবে তা কোন কাজে আসছেনা। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান টানা দশ দিনের সাধারন ছুটি ঘোষণা করায় এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মজীবীরা ঢাকাসহ বিভিন্ন শহর ছেড়ে গ্রামে এসেছেন। তারাও অনায়াসেই রাস্তা ঘাটে কিংবা হাটবাজারে ঘুরে বেড়াচ্ছেন। বাজারে দোকানে বসিয়েছেন ঈদের ন্যায় আড্ডা। এ ব্যাপারে পশ্চিম ইলিশা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদে জানান, করোনা ভাইরাসের সংক্রমনের হাত থেকে সুরক্ষা পেতে সচেতন করতে এবং জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে হাটবাজার বা রাস্তাঘাটে ঘোরাফেরা না করার জন্য মাইকিং করাচ্ছি এবং আমি নিজে হাট-বাজার ঘুরে ব্যবসায়ীদের জনসমাগম সৃস্টি না করার জন্য পরামর্শ দিচ্ছি। ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধি মিলে সার্বিক ভাবে কাজ করে যাচ্ছি। এব্যাপারে যার যার সেইভটির জন্য নিজে থেকে সচেতন হওয়ার পরামর্শ এ কর্মকর্তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD