শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ভোলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে মো. রিপন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই ওয়ার্ডের মো. দুলালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি জানান বৃহস্পতিবার দুপুর ১টায় ওই যুবক মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।