শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
০৪ মে ২০২১ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা কর্তৃক “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুরুল ইসলাম পিপিএম বার । এ সময়ে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কমিউনিটি পুলিশ ও সমাজের সর্বস্তরের সুনাগরিকদের সহায়তায় থানা এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে মাদক নির্মূল করে উদাহরণ তৈরি করতে চাই, আপনারা বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। সমাজে দশ শতাংশ লোক যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে আমরা নব্বই ভাগ লোক কেন তা নির্মূল করতে পারবো না। অপরাধী কোন দলের বা ব্যক্তির তা দেখার সুযোগ নেই, অপরাধ দানাবাঁধার আগে আপনাদের সহযোগিতায় নির্মূল করতে চাই। মাদক ব্যবসায়ী বা অপরাধের অপরাধীদের সাথে কোন পুলিশের দহরমমহরম সম্পর্ক রয়েছে এমন তথ্য পেলে গোপনে বা প্রকাশ্যে আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন, কাউকে ছাড় নয় । তিনি আরও বলেন, আগে সমাজে মুরব্বিদের দেখলে ভয় পেতাম কারণ তারা অন্যায় দেখলে শাসন বারণ করতেন। বর্তমানে আর সেই অবস্থা তেমন নেই, কারণ সমাজের প্রতি মুরব্বিদের সামাজিক দায়বদ্ধতা অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে। তবে মনে রাখতে হবে সমাজ এখনও খারাপ লোকের দখলে যায়নি শুধুমাত্র ভালো মানুষের নীরব ভূমিকায় সমাজ নষ্ট হয়ে যাবে তা হতে পারে না। আসুন আমরা নিরাপদ সমাজ বিনির্মাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে জেগে উঠি তাহলে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ সোনার বাংলা উপহার দেয়া সম্ভব। এ-সময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা জনাব শারমীন সুলতানা রাখি , অনুষ্ঠানের সভাপতি অফিসার ইনচার্জ কাউনিয়া থানা জনাব মোঃ আজিমুল করীম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও কাউনিয়া থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।