শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ডেস্ক :
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আজ বিকেলেও ঈদে ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়ার মতো। মহামারি করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মানার সরকারি নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বিভিন্ন উপায়ে বাড়ি ফিরতে দেখা গেছে তাদের। মঙ্গলবার (১১ মে) বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এমনই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ঘরমুখো যাত্রীরা ব্যাটারিচালিত রিকশা, লেগুনা, পিক আপ, মাইক্রোবাস ও মোটর সাইকেলে নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। তবে এ ক্ষেত্রে যাত্রীদের ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। আ. হামিদ নামের একজন বলেন, বছরে মাত্র দু’তিনবার বাড়ি যাই। গত ঈদের পর ঢাকা আসার পর আর বাড়ি যাওয়া হয়নি। এখন যেভাবেই হোক বাড়ি গিয়ে বাবা-মা’র সঙ্গে ঈদ করব। যদিও করোনার পরিস্থিতিতে বাড়ি ফেরা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এদিকে বরিশালগামী আল-আমিন বলেন, বাংলাবাজার থেকে আগে বরিশাল যেতে আমার ভাড়া লাগতো ৫শ’ টাকা। কিন্তু এবার ঈদে মাইক্রোবাসে ভাড়া নিচ্ছে ১২শ’ থেকে ১৫শ’ টাকা করে। যাওয়া-আসা সবমিলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এতো টাকা দিয়ে বাড়ি যাব কিভাবে? মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। করোনার এই সময় সরকারি নির্দেশনা মোতাবেক সবার স্বাস্থ্যবিধি বজায় রাখার কথা থাকলেও কিছু কিছু মানু্ষকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা গেছে।