মাত্র সাড়ে তিন শতাংশ জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ কমপক্ষে আহত হয়েছে ২০ জন। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামে। গত দুই বছর আগে দলিল মূলে ক্রয় কৃত জমিতে গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে আলী হোসেন তার জমিতে ভোগ দখল করার জন্য গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উরবুনিয়া গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা যায় দীর্ঘ ৭০ বছর ধরে আব্দুল মজিদ মিয়া অভিযুক্ত জমিটি তার পুকুরপাড়ের জমি হিসাবে ভোগ দখল করে আসছে। সেখানে তার বাবার কবরস্থান রয়েছে। ২ বছর আগে মনসুর মিয়ার কাছ থেকে আলী হোসেন উক্ত জমি দলিল করে জমির মালিক হন। সেই সূত্র ধরে জমিতে গতকাল দখল নিতে গিয়ে পুকুরপাড় কাটতে চাইলে মজিদের ছেলের বৌ সাথির ভিডিও করা নিয়ে প্রথমে দুই পক্ষ কথা কাটাকাটিতে জড়িয়ে পরে। এক সময় আলী হোসেন দৌড়ে বাড়ি থেকে বাশের লাঠি নিয়ে মজিদের ছেলে জহিরুল কে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আহত জহিরুল বাশ নিয়ে বাড়ি থেকে দৌড়ে আলী হোসেন উপর ঝাপিয়ে পড়লে উভয়ই পক্ষ ঘটনা স্হলে তুলকালাম ঘটনা ঘটায়। এই সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ কমপক্ষে ২০ জন আহত হয়। ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বরগুনা থানার অফিসার ইনচার্য কে এম তরিকুল ইসলাম পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে এনে আহতদের কে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে আলী হোসেন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া মনির (৩২) মজিবুল(৪০) হামিদা (২৭)আঃ হক (৫০)রাজু (৩৫) রুনু (৪০) জহিরুল (৩৬) মাসুদ( ৩০) সোহাগ ( ৩০)সাথী( ২০) পারুল (৪৫) রাজু( ৩২) আল আমিন ( ৩৫)ও আলকাস (৪২)কে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত জহিরুল বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।