শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উদ্যোগে পরিচালিত ‘মানবতার বাজার’ বন্ধের জন্য প্রচ্ছন্ন ইশারার প্রতিবাদে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নেতারা করোনা লকডাউনের এই সময় শ্রমজীবী-মেহনতী পরিবারের পাশে দাঁড়ানো বাসদ’র এই মহান উদ্যোগকে যে কালো হাত বন্ধ করতে চায় তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। ভার্চুয়াল এই প্রতিবাদি সভায় গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়ক নেতা দেওয়ান আব্দুর রশীদ নিলু, বাসদ (মাক্সবাদী) বরিশাল জেলা সমন্বয়কারী কমরেড সাইদুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা আহ্বায়ক কমরেড হারুন অর রশিদ মাহমুদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাসদ বরিশাল জেলা সমন্বয়কারী কমরেড ডাঃ মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও জেলা সিপিবি সম্পাদক কমরেড দুলাল মজুমদার প্রমুখ বলেন করোনা মহামারির এই সংকটকালীন সময়ে সাধারণ মানুষের সাহায্য করার জন্য বাসদ পরিচালিল ‘মানতার বাজার’ বন্ধের জন্য যে সমস্ত কালো হাত জড়িত তারা সমাজ ও দেশের জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।