শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালে বাবুগঞ্জ উপজেলা চাঁদপাশা ইউনিয়নের হতদরিদ্র, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদ বস্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস এর দিকনির্দেশনায় বুধবার চাঁদপাশা বোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আউয়াল সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন এর আয়োজনে চাঁদপাশা ইউনিয়নের ১৩ শত হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মন্টু বিশ্বাস। আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কবির হোসেন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস এর মা-বাবার নামে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখে আসছে। করোকালে অসহায় এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে জনসেবার শীর্ষ স্থানে অধিষ্ঠিত হয় আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি।