বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ডেস্ক:
যারপরনাই হতাশ লিওনেল মেসিযারপরনাই হতাশ লিওনেল মেসি লিওনেল মেসির গোলে প্রথমার্ধের মাঝেই ২-০ ব্যবধানে লিড নিয়ে ফেলেছিল বার্সেলোনা। কিন্তু দুর্ভাগ্য জয়ের দেখা পেল কাতালানরা। লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে এসে ছয় গোলের থ্রিলার ম্যাচে হোঁচট খেল তারা। লেভান্তের মাঠ থেকে ৩-৩ গোলের ড্রয়ের হতাশা নিয়ে ফিরল কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ড্র করায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে শীর্ষে উঠার সুযোগ মিস করল বার্সা। তবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ঠিকই উঠে গেল তারা। সবার ওপরে থাকা কোচ সিমিওনের দল থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে এখন মেসিরা। আর বার্সার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নেমে গেল কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। অবশ্য অ্যাটলেটিকো ও রিয়াল একটি করে ম্যাচ কম খেলেছে। লিওনেল মেসি ও পেদ্রির গোলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। পরে গনজালো মেলেরো ও হোসে লুইস মোরালেস ২-২ গোলের সমতা এনে দেন লেভান্তেকে। উসমান ডেম্বেলের গোলে ফের এগিয়ে যায় বার্সা। শেষ দিকে স্বাগতিক লেভান্তেকে সমতা এনে দেন সার্জিও লেওন।