বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
বরগুনায় বেহুন্দি জালে ধরা পড়ছে লক্ষ লক্ষ ইলিশ পোনা। আর এক ধরনের অসাধু জেলেরা নদীতে এই ইলিশ পোনা মাছ নিধনের উৎসবে মেতে উঠেছে। বরগুনা জেলার প্রধান দুটি নদী পায়রা ও বিষখালী। এদুটি নদীতে এখন বেহুন্দি জালের ছড়াছড়ি। এতে ধরা পড়েছে বিভিন্ন প্রজাতির পোনা সহ ইলিশ পোনা। গত দুই মাস ধরে ইলিশের প্রজনন ও জাটকা নিধন বন্ধ করতে ছিল নদীতে অবরোধ। এ সময় মা ইলিশ যে ডিম ছেড়েছে তা থেকে যে পোনা হয়েছে এখন তা ধরা পড়ছে এই বেহুন্দি জালে। গতকাল সকালে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বেহুন্দি জালে মাছ ধরার পয়েন্ট কাটাখালী থেকে হাজার হাজার ইলিশ পোনা ধরে পাশ্ববর্তী ফুলঝুড়ি বাজারে বিক্রি করে। এ বিষয় নিয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বদেব কুমারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এসকল জেলেদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। ঈদের বন্ধে তারা এই সুযোগটি কাজে লাগিয়ে বেহুন্দি জাল পেতে মাছ নিধন করছে। আগামীকাল থেকে পুনরায় তারা এই বেহুন্দি ও কারেন্ট জাল ধরার জন্য বিশেষ অভিযান করবে বলে জানান।