বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ইন্দুরকানী:
পিরোজপুরের ইন্দুরকানীতে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ শে মে) সকালে ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার ইন্দুরকানী বাজারের সদর রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক অবজারভার প্রতিনিধি মোঃ আজাদ হোসেন বাচ্চু, দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আলমগীর কবীর মান্নু, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাহিদুল ইসলাম। এসময় উপস্তিত ছিলেন,দৈনিক আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, দৈনিক খবরপত্র প্রতিনিধি আলামিন হোসেন, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল ধরণের গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ।