বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
বেতাগী:
বরগুনার বেতাগীতে ন্যায্যমূল্যের টিসিবির পন্য সাধারণ মানুষ ক্রয় করার আগেই এক আওয়ামী লীগ নেতা ক্ষমতার দাপটে ডিলারের কাছ থেকে সংগ্রহ করে দোকানে দোকানে বাজারের পাইকারি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ম্যাসেঞ্জারে ভাইরাল হয়েছে। ওই নেতা বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক মতিউর রহমান লিটন ওরফে লেটোয়ার মৃধা। জানা গেছে, এ লেটোয়ার মৃধা’র বিরুদ্ধে গত ১৫/১১/২০০৭ সালের প্রাকৃতিক দূর্যোগ প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘সিডর’ এর ত্রান আত্মসাৎ, সরকারি পাবলিক টিউবওয়েল নিজের ঘরের মধ্যে বসানো,রেকর্ডিয় খাল দখল করে পুকুর খননসহ দলীয় প্রভাব খাটিয়ে সরকারি বিভিন্ন বরাদ্দ ব্যাক্তিগত কাজে লাগানোর একাধিক অভিযোগ করেছে এলাকাবাসী। জানা যায়, গত ১০ মে রোজ সোমবার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিশাবাজারের টিসিবির পন্য ভ্রাম্যমান ভাবে বিক্রিয় করেন সরদার এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. রবিউল ইসলাম ও তাঁর দুই সহযোগী। বিক্রির শুরুতেই ওই আওয়ামীরলীগ নেতা গিয়ে তার ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক ৫ লিটার ওজনের তৈলের বোতল নেয়া শুরু করেন। এলাকাবাসী বাঁধা দিলে ওই আওয়ামী লীগ নেতা এলাকাবাসীদের বলেন এ উপজেলার সব ক্ষমতাধর নেতা তাঁর আত্মীয়-স্বজন এবং তিনি নিজেকে ওই ইউনিয়নের বড় নেতা পরিচয় দিয়ে এ সুযোগে এসব অপকর্ম করে যাচ্ছেন বলে জানান একালাবাসী। প্রায় ডিলারের সাথে জোর করে ৭৫ লিটার তৈল ও ৩০ কেজি চিনিসহ পন্য ক্রয় করে নিয়ে যায়। এরপর ওইসব পন্য বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। যা গোপনীয়তা রক্ষা করে স্থানীয় লোক মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন এবং কিছুদিন পর তা ভাইরাল হয় এবং এ প্রতিবেদকের হাতে পরে। এমন ঘটনায় টিসিবির পন্য নিতে আসা একাধিক লোক পন্য ক্রয় করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন,ওই নেতা ক্ষমতার দাপটে পন্য ক্রয় করে আবার বেশি দামে বিক্রি করে লাভও করেছে। আর আমরা পন্য ক্রয়ই করতে পারছি না এটা দুঃখের বিষয়। টিসিবির ডিলার ‘সরদার এন্টারপ্রাইজ, এর স্বত্বাধিকারী মো. রবিউল ইসলাম বলেন, আমি ওই নেতাকে বাঁধা দেই এবং তাঁকে বলি আপনি একটার বেশি পণ্য নিতে পারবেন না। পরে সে আমাকে ধমক দিয়ে বলেন, আমার যা যা লাগবে না দিলে তোর লাইসেন্স বাতিল করে দিবো। আওয়ামী লীগের বড় বড় নেতা আমার আত্মীয়-স্বজন। স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন,ওই নেতা টিসিবির পন্য নিয়ে স্থানীয় ব্যবসায়ী আশ্রাফ আলী, জাফর সহ বেশ কয়েকজনের দোকানে বিক্রি করেন।অনেকেই পন্য পায়নি অথচ মাঝখান দিয়ে তিনি লাভ করেন। অভিযুক্ত মতিউর রহমান লিটন (লেটোয়ার মৃধা) বলেন, ‘কোন সময় এয়া হইছে ? আমি তো আমার যা লাগছে তা আনছি। আমি কোন পন্য বিক্রি করিনি।’ ভিডিওর কথা বললে তিনি বলেন,’ ওই দিন বাজারে কোন সাংবাদিক ছিলো না তো ভিডিও করবে কে ? এসব মিথ্যা কথা।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, লিটন আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক, তাঁর কাজ মানুষকে ত্রান বিতরণে সহায়তা করার ব্যবস্থা করা। আর সে যদি নিজে করে ভোগ! যদি কোন দলীয় লোক দুর্নীতি করে এবং তা প্রমানিত হয় তবে তাকে কোন ছার দেয়া হবেনা। জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের সাথে আলোচনা করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন বলেন, সে যে দলের নেতাই হোক না কেনো,সরকারের কাজে অনিয়ম ও দুর্নীতি করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। অতিশিকগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।