বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়তলার একটি নালাখালে একটি লাশ ভেসে আসতে দেখে স্হানীয় লোকজন পুলিশ কে খবর দেয়। বামনা থানার অফিসার ইনচার্য মোঃ হাবিবুর রহমান সহ একটি টিম ডৌয়াতলা এসে চৌকিদার বাড়ীর পিছনের খাল থেকে লাশটি উঠায়। লাশ উঠানোর পর চিহ্নিত হয় গত তিনদিন আগে নিখোঁজ বামনা কলেজের অফিস করনিক মোঃ গোলাম মোস্তফার (৫৭) লাশ এটি। লাশের সুরতহাল করার সময় মাথায় কোপের চিহ্ন দেখতে পাওয়া গেছে। লাশটি ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনের রহস্য উৎঘাটনের জন্য নিহত গোলাম মোস্তফার ভাগ্নে মিজানুর রহমান কে আটক করেছে।