বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উজিরপুর উপজেলার শিকারপুরে ঐতিহ্যবাহী দেশীয় খেলা হা ডু ডু প্রতিযোগিতা গতকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ওবায়দুল হক হিরুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশালের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ। হা ডু ডু প্রতিযোগিতায় উজিরপুর উপজেলার ৪টি দল অংশ নেয়। শিকারপুর যুব কাবাডি একাডেমি চ্যাম্পিয়ন হয়। হা ডু ডু খেলা পরিচালনা করেন কাবাডি রেফারি ও কোচ ওবায়দুল হক হিরু ও উপজেলা ক্রীড়া সংস্থার রেফারিবৃন্দ। এদিকে বরিশাল সদর উপজেলার লামচরী মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ জন ছাত্রদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন বরিশালের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ ও লামচরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্লা আকন।