বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্যবসা বাণিজ্য ও নৌ প্রধান এলাকা বরগুনার খাকদন নদীকে বাঁচাতে ভারানী খালের পাড়ে আজ শহরের ব্যস্ততম এলাকা জিরো পয়েন্ট থেকে আলিয়া মাদ্রাসা পর্যন্ত ৬৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরগুনা জেলা প্রশাসন এসময় বরগুনা পুলিশ প্রশাসন তাদেরকে উচ্ছেদ অভিযানে সহায়তা প্রদান করেছেন। পরিবেশ আইনবিদ সমিতি বেলা ২০১৯ সালের ৭ জানুয়ারি হাইকোর্টে খাকদন নদীর ভারানী খালে অবৈধ স্হাপনার জন্য ক্রমশই নদী ও খাল সংকুচিত হয়ে আসছিল এই মর্মে একটি দায়ের করে। পরবর্তীতে হাইকোর্ট খালের দুই পাড়ে অবৈধ স্হাপনা উচ্ছেদের জন্য বরগুনা জেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করে রায় দেন। রায়ের প্রেক্ষিতে প্রশাসন খালটির পূর্ব পাড়ের স্হাপনা উচ্ছেদ করেন। পশ্চিম পাড়ের কতিপয় হাইকোর্টের রায়ের বিপরীতে সুপ্রিমকোর্টে আপেল করলে উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে পড়ে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত 20 এপ্রিল হাইকোর্টের রায় বহাল রেখে বেলার পক্ষে রায় প্রদান করেন। এই রায়ের প্রেক্ষিতে গতকাল প্রশাসনের পক্ষ থেকে শহরে অবৈধ স্হাপনা থেকে মালামাল সরিয়ে নিতে মাইকিং করা হয়। আজ সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এর উপস্থিতিতে খাকদন নদীর ভারানী খালের পাড়ে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান শুরু হয় এবং ৬৮ টি স্হাপনা ভেঙ্গে দেন।