মাহমুদ হাসান বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনা জেলার বেতাগী উপজেলার আতঙ্কিত জনপথ শরিষামুড়ি ইউনিয়ন থেকে বেতাগী পুলিশ ব্যাপক দেশীয় অস্ত্র ও গোলাবারুদ ঊদ্ধার করেছে। আজ বিকেলে বরগুনা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং করে এর বিস্তারিত জানান। গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার অফিসার ইনচার্য কাজী শাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে আজ দুপুরে শরিষামুরির চিহ্নিত চোর এইচ এম রানা ওরফে সিদ্দিকের বাড়ী থেকে এ সকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে চোর সিদ্দিককে বাড়িতে পাওয়া যায় নাই। পুলিশ সিদ্দিককে ধরার জন্য তাদের বিভিন্ন নেটওয়ার্ক সোর্স ও পুলিশ সদস্যরা তৎপর রয়েছে বলে অফিসার ইনচার্য জানান।