বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ইন্দুরকানী:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় মৃত ফজলুল হক হাওলাদার এর ছেলে হান্নান হাওলাদার এর উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে জসিম হাওলাদার নামে একজন’কে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ। সোমবার (২৪ মে) উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে বারেক হাওলাদার এর ছেলে মোঃ জসিম হাওলাদার (৩৩) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ মে) সকাল ৭ টার দিকে হামলার শিকার হন আঃ হান্নান হাওলাদার (৬৫)। এতে তার ছেলে মোঃ হাসান আলী বাদী হয়ে হামলাকারী ৭ জনসহ অজ্ঞাত ৩ জনের নামে থানায় অভিযোগ করেন।