শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বরিশাল:
৮ স্বাস্থ্যকর্মীসহ গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ১২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৮ হাজার ১৯৫ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া শনিবার (০৩ জুলাই) একদিনে৩০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৬ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে শনিবার করোনায় আক্রান্ত হয়ে জেলায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, ফলে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৩০ জনই রয়েছে। শনিবার (০৩ জুলাই) দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, নতুন ১২১ জনের মধ্যে সবথেকে বেশি ৫৫ জন শনাক্ত হয়েছে বরিশাল সিটি করপোরেশন এলাকায়, আর সবথেকে কম ২ জন শনাক্ত হয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলায়। শনিবার আক্রান্তদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে বাকি ১১৯ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর সুস্থ হওয়া ৩০ জনের মধ্যে ২ জন হাসপাতাল থেকে এবং ২৮ জন বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন। উল্লেখ্য এ পর্যন্ত বরিশাল জেলায় ৩ হাজার ৬৬৮ জন বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে, যারমধ্যে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।