বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
মাহমুদ হাসান বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা শহরের কলেজ সড়ক খামারবাড়ি এলাকায় ঘর মালিকের ছেলের যৌন হয়রানী ও মিথ্যা বদনাম সহ্য করতে না পেরে সামিয়া নামে ৮ ম শ্রেনীর শিক্ষার্থী মা’কে সুইসাইড নোট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আজ সকাল ১০টার দিকে বাসার পায়খানার ভিতর থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্বার করা হয়।
অভিযুক্ত বাড়ীর মালিকের ছেলে ২সন্তানের জনক জামাল(৩২)কে আটক করে পুলিশ এলাকাবাসির সহযোগিতায় গ্রেফতার করেছে।
সামিয়ার পরিবার ও স্হানীয় সুত্রে জানা যায়, সামিয়ার বাবার সাথ মায়ের বিবাহ বিচ্ছেদ হলে ৫-৬ মাস পূর্বে দ্বিতীয় স্বামী ও মেয়েকে নিয়ে বরগুনা খামার বাড়ীর সামনে আবুল বাশারের বাসা ভাড়া নেয়। পাশের বাসায়ই আবুল বাশার ছেলে জামাল স্ত্রীসহ দুসন্তান নিয়ে বসবাস করছে।
স্হানীয়রা জানায়,জামাল প্রায়ই সামিয়া টিনের চালের বাথরুমে গোসলে গেলে দেয়ালের মাজে বিরাট ফাকা অংশ থেকে উকি দিয়ে দেখতো এবং অশ্লীল ভঙ্গিতে যৌন ইঙ্গিত করতো। বিষয়টি সামিয়া তার মাকে জানায়। জামাল বাহিরে দেখলেই অশ্লীল মন্তব্য ও ইঙ্গিত করতো এবং সামিয়ার বিরুদ্বে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। দুদিন পূর্বে জামাল অশ্লীল মন্তব্য করলে সামিয়ার মা মোবাইলে জামালের বাবাকে জানায়। সামিয়ার মা, সুমি আক্তার সাংবাদিকদের জানায়, শনিবার বাথরুমে সামিয়া গোসলকরার সময় জামাল উকি দিয়ে দেখলে সামিরা পানি ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে জামাল অশ্লীল গালি গালাজ করে সামিয়াকে। বারবার এই ভাবে যৌন হয়রানি ও মিথ্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার আগে সামিয়া তার মাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে উল্লেখ করে “মা আমার নামে তারা যে বদনাম উঠিয়েছে তাতে আমি এই পৃথিবীতে থাকতে পারিনা। আমি একটি মেয়ে, আমি নাকি খুব খারাপ। মা,তুমি ভালো থেকো। আমাকে কেউ, বিশ্বাস করেনা, তুমি ছাড়া।
ইতি,তোমার, সামিরা।”
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান, অফিসার ইনচার্য কে এম তারিকুল ইসলাম, ইন্সপেক্টর শহিদুল ইসলাম,সাব ইন্সপেক্টর মারুফ হাসান ঘটনা স্হলে যান এবং এ বিষয় তদন্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। এবিষয়ে সদর থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে।