শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের ৩কিলোমিটার রাস্তাটি বহুদিন যাবৎ সংস্কার অভাবে বেহাল অবস্থা। যার ফলে সামন্য বৃষ্টিতে রাস্তাটি দিয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রহমতপুর ব্রীজ থেকে মোহনগঞ্জ বাজার হয়ে লাকুটিয়া বাজার পর্যন্ত ৩ কিলোমিটার ইটের সলিং রাস্তা দীর্ঘ ৪৯ বছরেও সংস্কার না করায় চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী। স্থানীয় ভুক্তভোগী সাবেক ইউপি মেম্বার ফারুক হোসেন খান বলেন, পাকিস্তান আমলে এ সড়ক দিয়ে বাস চলাচল করছিল। দেশ স্বাধীন হওয়ার পর কি কারনে এ ৩ কিলোমিটার রাস্তাটি বরিশালের আঞ্চলিক শাখা সড়ক বিধায় ৪৯ বছর পেরিয়ে গেলও আজ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি আরো বলেন কয়েকদিনের বৃষ্টিতে অস্বাভাবিক কাঁদা জমেছে থাকার কারনে ছোট ছোট যানবাহনসহ অন্তত ৭গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে মাটি ধসে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে ভ্যান, অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রোগী পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় মাধবপাশা ইউপির নবনিবার্চিত চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ৪৯বছর ধরে ৩কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে সাধারন মানুষ চলাচলের যে দূভোর্গ পোহাচ্ছে এটা দুঃখজনক। আমার নির্বাচনের ইস্তেহারে জনগনের কাছে ওয়াদা দিয়েছি ,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সর্বপ্রথম অবেহিত রাস্তাটি সংস্কার করে ৭ গ্রামের মানুষের চলাচল ও ছোট ছোট যানবাহন চলাচলের পথ সচল করা হবে বলে তিনি জানান। বাবুগঞ্জ উপজেলা অধিদফতরের প্রকৌশলী মনোয়ারুল ইসলাম জানান, রাস্তাটি দীর্ঘ বছর ধরে চলাচলের অযোগ্য বলে শুনেছি। তবে দ্রত সংস্কারের জন্য চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।