বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
মাহমুদ হাসান বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা শহরের প্রানকেন্দ্র বানিজ্যিক এলাকায় একাধিক কোভিড-১৯ করোনায় আক্রান্ত রোগীর বাড়ির সন্ধান পাওয়ায় বরগুনা জেলা পুলিশ লাল নিশানা লাগিয়েছে। বরগুনাতে শতভাগ লকডাউন পালন করতে না পারায় দিনে দিনে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আজ সোমবার সকাল থেকেই বরগুনা প্রশাসন লকডাউন পালনে সচেষ্ট ছিল। অহেতুক ঘর থেকে বের হওয়া মানুষ জনকে অনেক ভৎসনা ও জরিমানা করেছে নির্বাহী মেজিস্ট্রটগণ। এদিকে করোনারোধে জেলার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিকের নেতৃত্বে শহরের কাঠপট্টি ও গার্মেন্টস পট্টি সহ তিনটি বাড়িতে লাল নিশানা উড়িয়ে পথচারীদের কে এই সকল সড়কে চলাচলে নিষেধ করেছেন। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম সচেতনতা বৃদ্ধিতে শহরে হ্যান্ড মাইক দিয়ে শহরবাসী বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন। গতকাল বরগুনা জেনারেল হাসপাতালে করোনা এন্টিজেন পরীক্ষায় ৬৬ জন পজেটিভ হয়েছেন। এছাড়াও বরগুনা সদর উপজেলা ও বেতাগী উপজেলায় দুইজন মারা গেছেন। বরগুনায় করোনায় এ পযর্ন্ত আক্রান্ত মোট ১৯৪৫ জন। মোট মৃত্যু ৪৩ জন। সুস্থ্য হয়েছে বাড়ি ফিরে গেছে ১৩৩২ জন। করোনায় এবারের মহামারিতে চিকিৎসাধীন রয়েছে ৫৭০ জন।