বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল বাবুগঞ্জ উপজেলার চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহন করেছেন। মঙ্লবার দুপুরে বরিশাল জেলা সার্কিট হাউস সম্মেলনকক্ষে শপথ অনুষ্ঠান হয়। ৪৯ জন চেয়ারম্যানগনকে বরিশাল জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন হায়দার শপথ বাক্য পাঠ করান। এ-সময় সকলের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন বাবুগঞ্জ উপজেলা ১ নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান হিমু, ২ নং কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারী, ৩ নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ৬ নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদিকুর রহমান, এছাড়াও বরিশাল জেলার ৯টি উপজেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৪৯ জন চেয়ারম্যান গনের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪৯ জন চেয়ারম্যানগনকে শপথ পরান বরিশাল জেলা প্রশাসক ও জেলা বিঞ্জ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন হায়দার, বিষেশ অতিথি ছিলেন স্থানীয় সরকার এর উপপরিচালক শহিদুল ইসলাম, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।