শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন বাকেরগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন। তিনি আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। বাকেরগঞ্জ উপজেলাধীন ১৪ টি ইউনিয়ন ১ টি পৌরসভা সহ শেখ হাসিনা সেনানিবাসকে কেন্দ্র করে এখানকার ভৌগলিক অবকাঠামোতে কয়েকটি জেলার মধ্যে ভূমি হাওয়ায় গুরু দায়িত্ব পালন করতে হয়। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার সবকটি থানা গুরুত্বের দৃষ্টিতে দেখে পুলিশ জনতার বন্ধু বিবেচনায় রেখে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কারের স্বীকৃতি পান। বরিশাল জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ দমন সভা মঙ্গলবার ১৩(জুলাই) জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বরিশাল জেলায় অপরাধ দমন, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, পলাতক আসামী গ্রেফতার, স্পর্শকাতর মামলার অগ্রগতিসহ সমাজ সংস্করণে সর্বদা আন্তরিক হওয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জাতিসংঘ সনদপ্রাপ্ত বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের নাম ঘোষণা করেন। শ্রেষ্ঠ পুরস্কার গ্রহীতার নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। এরপরে বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ আলাউদ্দিন মিলনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরনো ইতিহাসে বাকেরগঞ্জ থানা একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য স্থলদস্যু ও জলদস্যুদের অভয় আশ্রম হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ বাকেরগঞ্জ থানায় চলতি বছর ২০২১ সালের জানুয়ারি মাসে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আলাউদ্দিন মিলন। দায়িত্ব গ্রহণের পর থেকে থানার অভ্যন্তরে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। এরপর একঝাঁক উদীয়মান পুলিশ অফিসারদের কে নিয়ে চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষিত হয়ে পুরস্কার গ্রহণের প্রসঙ্গে অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব কে গুরুত্ব দিয়ে গুরুদায়িত্ব পালন করেছি। কাজের স্বীকৃতি হিসেবে পুরষ্কার প্রাপ্তিতে আমাকে জনগনের সেবায় আরো গতিশীল করবে। আমার পুরস্কার প্রাপ্তিতে বাংলার প্রতিটি পুলিশ নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের প্রতি আন্তরিক হবেন। পরিশেষে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সার্বিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বাকেরগঞ্জ থানার প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কারণে গুরু দায়িত্ব পালনে সহায়ক হয়েছেন। পরিশেষে বাকেরগঞ্জ উপজেলাধীন সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে, ভালো কাজের প্রচার-প্রচারণায় পুলিশ তাদের কাজে গতিশীল হয়েছেন। আগামী দিনগুলোতে আন্তরিক সহযোগিতা কামনা করেন।