বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধি ঃ
আজ শপথ বাক্য পাঠ করলেন বরগুনা জেলার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
সকাল ১১ টার সময় বরগুনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে চেয়ারম্যানের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর-আমতলী-তালতলী আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর কবির। বরগুনা পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা সন্তান এডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ। বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মনিরুল ইসলাম মনির।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগণ। শপথ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।