শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
হিজলায় দেড় কিলোমিটারের মধ্যে ৩টি গরুর হাট

হিজলায় দেড় কিলোমিটারের মধ্যে ৩টি গরুর হাট

হিজলায় দেড় কিলোমিটারের মধ্যে ৩টি গরুর হাট
হিজলায় দেড় কিলোমিটারের মধ্যে ৩টি গরুর হাট

ডেস্ক:

বরিশালের হিজলায় দেড় কিলোমিটার এলাকার মধ্যে গড়ে উঠেছে ৩টি বাজার। যার কারণে চরম বিপাকে পড়েছেন গরু ব্যবসায়ীরা। যার মধ্যে একটি আবদুস সত্তার তালুকদার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরুর হাট বসানো হয়েছে। পাশাপাশি ৩টি হাট বসার কারণে এই বিপত্তির সৃষ্টি হয়েছে। ঠিকাদাররা জানিয়েছেন, পাশাপাশি কয়েকটি হাট হওয়ার কারণে তারা আর্থিক লোকসানে পড়বেন।যদিও প্রশাসন দাবি করেছে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনা হচ্ছে যত বেশি গরুর হাট বসানো যায়, তত মানুষ বিভিন্ন বাজারে গিয়ে গরু কিনতে পারবেন। তাতে করে করোনার বিস্তার লাগব হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ বছর ধরে হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নে বসছে একতা বাজার। তবে এ বছর এই বাজারে পশুর হাট বসাতে বাধা দিচ্ছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবারের সাপ্তাহিক হাট থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারা পাশের আবদুস সত্তার তালুকদার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরুর হাটে সেই গরু নিয়ে যায়। সর্বশেষ গত শুক্রবার হাটেও গরু বসতে দেয়নি বলে অভিযোগ করেছেন একতা বাজারের ইজারাদার মো. আবুল হোসেন মোল্লা। তিনি বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্বে কারণে আমার পুরাতন হাট বন্ধ করে পাশে স্কুল মাঠে গরুর হাট বসানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন বরাবর চিঠি দিয়েও কোন লাভ হয়নি। নতুন গরুর হাট বসানে আবদুস সত্তার তালুকদার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরুর হাট ইজারাদার কাশেম ব্যাপারী জানান, তার হাটটি স্কুল মাঠে বসানো হয়েছে। আর একতা বাজারে গরুর হাট বসতে দেয়া হয়নি। সেক্ষেত্রে গরু ব্যবসায়ীদের বিব্রত হওয়ার কারণে নেই বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনা ছিল যেন বেশি গরুর হাট বসানো হয়। আর এই গরুর হাট বসানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে আমার কোনো হাত নেই। এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, এ বছর স্কুল মাঠেও গরুর হাট বসানোর অনুমতি রয়েছে। মানুষের দূরত্ব সৃষ্টির জন্য এটা করা হয়েছে। শুধু তাই নয়, এ বছর আমরা অনলাইনেও পশুর হাট বসিয়েছি। সেখানে গত ১৫ দিনে ১ কোটি ৮৪ লাখ টাকার পশু বিক্রি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD